মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
সিনিয়র শিক্ষক আবুল কাসেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আইয়ুব কুতুবী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল,
চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি এম. আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও দাতা সদস্য আতাউর রহমান (টিপু), সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলম, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা যুবদলের সভাপতি মহিউদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য ফরিদ উদ্দিন মেম্বার, অভিভাবক সদস্য খোরশেদ আলম প্রমুখ।
সভায় সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাক, শিক্ষকগণ, গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply