নিউজ ডেস্ক: সততা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক-একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় গুণ হলো নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা। অনেক সময় থানায় তদবিরের মাধ্যমে অপরাধীদের রক্ষা করা হয়, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হয়। কিন্তু ওসি সাইফুল ইসলাম তার দায়িত্ব গ্রহণের পর থেকে এ ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। কোনো মিথ্যা মামলা গ্রহণ করেন না। কোনো তদবির আমলে নেন না। পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করেন। এই কঠোর মনোভাব ও পেশাদারিত্বই তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। একজন দক্ষ প্রশাসক ও জনগণের প্রতি দায়বদ্ধ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সরাসরি মানুষের সুখ-দুঃখের কথা শুনে সিদ্ধান্ত নেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাঁশখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ সময় ওসি সাইফুল ইসলামকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা যুবদলের নেতা আল ইমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, যুবনেতা মো. ফোরকান উদ্দিন রবি, পুকুরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ হানিফ, বাঁশখালী উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত সদস্য মো. আরিফ, পুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নেজাম উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের , মো. সাকিব, মো. আযিম ও মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী দলের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সহ আরও অনেকে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বাঁশখালী থানায় এই ব্যতিক্রমী অভিনন্দন পর্বে স্থানীয় নেতৃবৃন্দ ও রাজনীতিকদের উপস্থিতি ছিল উৎসবমুখর। উপস্থিত নেতারা বলেন, “ওসি সাইফুল ইসলাম একজন দক্ষ, কর্মঠ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। তার আন্তরিকতা ও সেবামূলক মনোভাব তাকে এই মর্যাদা এনে দিয়েছে।
এই সম্মাননা শুধু তার নয়, বাঁশখালীর মানুষ ও প্রশাসনের জন্যও গর্বের বিষয় বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।
Leave a Reply