আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সম্পন্ন হলো চন্দনাইশে

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: উদ্বুদ্ধকরণ কর্মসূচির মধ্যদিয়ে চন্দনাইশ উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২৪ জুন ২০২৫ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এসএএও, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ স্কুল কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক রঘুনাথ রাহা। আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরী।

২০২৪-২৫ অর্থবছরে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এতে বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্লাটফর্ম তৈরি হয়। যা কৃষক ও জাতির জন্য উপকারী। একইদিন ফলমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। ফলমেলায় প্রায় শতাধিক মৌসুমী ফল প্রদর্শন করা হয়। এ মেলা দেখতে শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর