আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০তম বার্ষিক ইছালে সওয়াব ও সীরতুন্নবী (সা.) মাহফিল

Spread the love

অনলাইন ডেস্ক

রশিদেরঘোনা মসজিদ পাঠাগার ও মাওলানা শফিক আহমদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শায়খুল হাদীস আল্লামা শাহ্ সূফী মুফতী আব্দুর রশিদ প্রকাশ মুহাদ্দিস সওম (রহ.), সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মাওলানা শফিক আহমদ (রহ.), শাহ্ সূফী মাওলানা বদিউর রহমান (রহ.), প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আবদুর রশিদ (খলিফা পাড়া), শাহ মাওলানা ইয়াকুব (সূফী মিয়াজী পাড়া), মাওলানা নূর মোহাম্মদ নছিমুল হকসহ মরহুমদের ২০তম বার্ষিক ইছালে সওয়াব ও সীরতুন্নবী (সা.) মাহফিল-২০২৪ লোহাগাড়া চুনতি আধুনগর আদার্শ পাড়াস্থ শাহ্ আখতারিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ আগামীকাল (০২ মার্চ ২০২৪) শনিবার বাদে ফজর হতে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব শাহ মাওলানা মমতাজুর রহমান, আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম, আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সা.) হযরত আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী (ম.জি.আ.)। মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল এন্তেজামে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর