আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকদের দিনব্যাপি প্রশিক্ষণ 

Spread the love

কক্সবাজার জেলা প্রতিনিধি:  কক্সবাজার জেলার ক্রীড়া সাংবাদিকদের ‘ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

গতকাল সকালে জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দৈনিক দেশ রূপান্তর এর ক্রীড়া ইনচার্জ ও বিএসপিএ এর সহ সভাপতি সুদীপ্ত আনন্দ এবং বিবিসি বাংলার ফয়সাল তিতুমীর।

প্রশিক্ষণ সেশন পরবর্তী প্রশিক্ষণার্থীদের মাঝে বিএসপিএ এর সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন এর ক্রীড়া সম্পাদক সামন হোসেনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক সভাপতি মাহবুবর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ।

বিএসপিএ কক্সবাজার আহবায়ক এম আর মাহবুব প্রশিক্ষণ সমন্বয়ক ছিলেন। পরিচালনা করেন সদস্য সচিব আহসান সুমন।

অনুষ্ঠানে জেলা ফুটবল দলের কোচ মাসুদ আলম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল হুদা চৌধুরী (মরণোত্তর) এর পক্ষে আবদুল্লাহ আল মাসুদ রুমেল, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, স্থপতি শাহেদ সালাহউদ্দিন, বিশিষ্ট পর্যটন শিল্প উদ্যােক্তা নুরুল কবির পাশা, ডিএসএ এডহক কমিটির সদস্য মুহাম্মদ হোসাইন ও ক্রীড়ানুরাগী বখতিয়ার হোসাইনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর