
নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটি এবং উপজেলা শিশুকল্যাণ বোর্ডের পৃথক দুটি সভা গত বৃহষ্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও (ডিসি) ডা. দীপন দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. রাকিব হাসান, শিশুকল্যাণ বোর্ড সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মো. নুরুল হক চৌধুরী প্রমুখ।
এতে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply