আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপি নেতা নাজিম উদ্দীন সংবর্ধিত

Spread the love

নিউজ ডেস্ক: চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

অনুষ্ঠানে হামলা-মামলায় নির্যাতিত হয়ে দীর্ঘ বছর প্রবাস জীবনে পাড়ি জমানো বিএনপি নেতা রাউজান জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, আল আইন শাখা আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ নাজিম উদ্দীন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মসজিদ ও মাদ্রাসা নির্মাণে নগদ অর্থ বিতরণ, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন অভিযান, রাস্তা সংস্কার, চিকিৎসা সেবা প্রদানসহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি হাজী বদরুদ্দীন ফকির মাজার ও মৌলানা শেখ আনসার আলী মাজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর