আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ষসেরা ক্রিয়েটিভ শিল্পীর সন্মাননা স্মারক গ্রহণ করেন নরেণ সাহা

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এর কাছ থেকে বর্ষসেরা ক্রিয়েটিভ শিল্পীর সন্মাননা স্মারক গ্রহণ করছেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

সাতকানিয়া ইছামতি ইয়াকুব-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সিজল ফুডসের চেয়ারম্যান লায়ন নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা পংকজ বৈদ্য সুজন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমদ চৌধুরী ও নুরুল কবির চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শাহতাজ সরকার। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাদাত হোসেন, সাইদুর রহমান সাঈদ, আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, মাস্টার মাহবুবুর রহমান, রাউজান জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, আল আইন শাখা আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর