আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব সাতবাড়ীয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাদশার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবারে ফারুকী (লন্ডন) এর খলিফা মৌলানা মোঃ মোজাহেরুল ইসলাম ফারুকীর বয়ান ও মুনাজাত পরিচালনায় এ দোয়া মাহফিল সমাপ্ত হয়। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মহান দয়াময় আল্লাহপাকের নিকট বিশেষভাবে আর্জি পেশ করা হয়। একইসাথে দেশ ও জনগণের জন্য দোয়া করা হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেক উপজেলা যুবদল নেতা মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা ব্যাংকার মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় পরিচালিত মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃআব্দুস সবুর,উপজেলা বিএনপির সদস্য মোঃ জারুল্লা,যুবদল নেতা আব্দুল শামীম মামুন, যুবদল নেতা মোঃ বোরহান উদ্দিন, মোঃআব্দুল মালেক, মোঃ সাইফুদ্দিন, ছাত্রদল নেতা মোঃ জিয়াদ, খোকন, জাহেদ, মোঃ সাজ্জাদ, আবুল হোসেন, মোঃ হাবিব, আব্দুল্লাহ, ফরিদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর