আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে: আবু সুফিয়ান

Spread the love

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সংবাদপত্র বা গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সমাজে ভালো মন্দ যা-ই ঘটুক তা জনগণের সামনে বস্তুনিষ্ঠ ও নির্মোহভাবে তুলে ধরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। চট্টগ্রামকে বিশ্বমানের মহানগরীতে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাব।

সাতকানিয়া ইছামতি ইয়াকুব-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সিজল ফুডসের চেয়ারম্যান লায়ন নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা পংকজ বৈদ্য সুজন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমদ চৌধুরী ও নুরুল কবির চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শাহতাজ সরকার। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাদাত হোসেন, সাইদুর রহমান সাঈদ, আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, মাস্টার মাহবুবুর রহমান, রাউজান জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, আল আইন শাখা আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন পত্রিকার পরিচালনা সম্পাদক সৈয়দ গোলাম নবী, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নিজামী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, বিজয় টিভির প্রতিনিধি আব্দলুল্লাহ আল মারুফ, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মওলানা মোজাহেরুল কাদের, মাষ্টার শহীদুল ইসলাম, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সোহেল তাজ, সাইদুর রহমান চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী,এমরান আহমদ, আহসান উদ্দীন পারভেজ, সাদ্দাম হোসেন, এসকে সাগর, প্রভাস চক্রবর্তী, এস বি জীবন, ইলিয়াছ ইমরুল, পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সভাপতি হাজী মুজিবুল হক,পতেঙ্গা সি ভিউ পাবলিক স্কুলের পরিচালক মো. মমতাজ উদ্দিন, পতেঙ্গা প্রতিনিধি ইউডি উজ্জ্বল, আসিফ, তৌহিদুল ইসলাম বাবলু, মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ আরিফুল ইসলাম, নুরুল কবির রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের খ্যাতনামা শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর