আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিশ্ব এইডস দিবস পালিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষ্যে চন্দনাইশে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রচারপত্র বিলি ইত্যাদি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও এনজিও “কারিতাস”এর সহযোগিতায় পালিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন কারিতাসের পিও জসিন্তা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের ভিনসেন্ট ত্রিপুরা।

এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সুদীপা দত্ত, সেনিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, এনজিও সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, এমটি (ইপিআই) আবদুর রাজ্জাক প্রমুখ।

এবারের এইডস দিবসের প্রতিপাদ্য ছিল “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”। ১৯৮৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ১ ডিসেম্বর এইডস দিবস পালন করা হয়। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর