আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

Spread the love

নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরায় স্থানীয় বাসিন্দারা তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহত ব্যক্তিদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য বিজিবি প্রচেষ্টা চালাচ্ছে।

বিজিবি ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন বাংলাদেশি গত ২-৩ দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করেন। স্থানটি ৭০ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তিনজনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় সুনিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতরা গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে ত্রিপুরার স্থানীয় বাসিন্দারা সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ঘটনায় বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর