আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন আজ বৃহস্পতিবার বোমা হামলা ও গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দেশটির খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় এ ঘটনা ঘটে পাকিস্তানি সংবাদমাধ্য দ্য ডনের খবরে বলা হয়, ভোটগ্রহণ উপলক্ষে আজ পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রয়েছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
ডেরা ইসমাইল খান পুলিশের প্রধান রউফ কায়সরানি জানান, কুলাচি অঞ্চলে পুলিশ টহলদলের ওপর বোমা হামলার পাশাপাশি গুলি চালানো হয়। তিনি আরও জানান, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে। এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন শাহ ডেরা ইসমাইল খানে হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, এসব ঘটনা পুলিশকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।
Leave a Reply