আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলশীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

Spread the love

সাদ্দাদ হোসেন: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ও ৪২ নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি উদ্যোগে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সোমবার (১২ জানুয়ারি) বিকেলে খুলশী কলোনী এলাকায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশের মা-বোনদের ভোটে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছেন এবং ফ্রি পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছেন। দীর্ঘ সংগ্রামে তিনি ব্যক্তিগত প্রতিকূলতা সহ্য করেছেন এবং দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, তাই আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক নির্যাতন ও কারাগারে রাখা হয়েছে, এমনকি তাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে। তিনি দেশ ও মানুষের প্রতি তার ভালবাসায় মৃত্যুকেও আলিঙ্গন করেছেন। আমরা সকলকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য আহ্বান জানাই।

দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম রব, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সরল, নগর বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ৪২ নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের বিএনপি নেতা শায়েস্তা উল্লাহ চৌধুরী, ইব্রাহিম খলিল, মো. আবদুল হাই, মো. হাসান, মোহাম্মদ ফয়েজ আহমেদ, নাজিমুদ্দিন ভূঁইয়া, আসিফ চৌধুরী লিমন, মহিউদ্দিন জুয়েল, কামরুল হাসান, আব্দুল হাই, কামাল হোসেন, জাবেদ শাফায়াত সুবহান, নুরুল কবীর পলাশ, আহ্বানক সাহাবাজ, মোহাম্মদ ওসমান, মাহবুব আলম ও আসলাম হোসেন পাপ্পু।

অনুষ্ঠানটি মূলত বেগম খালেদা জিয়ার স্মরণে ও সাধারণ মানুষের পাশে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর