আজ ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে খন্দকার এম এ হেলাল (সিআইপি)’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Spread the love

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে চন্দনাইশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, চন্দনাইশ উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য, প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও মক্কা প্রাদেশিক বিএনপি সাবেক সভাপতি খন্দকার এম এ হেলাল (সিআইপি)’র পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে চন্দনাইশ উপজেলা যুবদলের অন্যতম সংগঠক শামসুল আরেফিন মাসুদ, উপজেলা জাসাস-এর আহবায়ক মোহাম্মদ তানিম, উপজেলা বিএনপির নেতা শরাফত আলী, আব্দুর শুক্কুর, সোনা মিয়া উপজেলা যুবদল নেতা ইব্রাহীম আজিজ হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

২৪ ডিসেম্বর বুধবার বিকেলে খন্দকার এম এ হেলাল (সিআইপি)’র পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর