
আরফাত হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম. ইকবাল হাছানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নী জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, মাওলানা করিম উদ্দীন নূরী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ রেজা, বাংলাদেশ সুপ্রিম পার্টি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এডভোকেট মাইনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী নুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলম শাহ, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, তারেকুল ইসলামসহ জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এডভোকেট এম. ইকবাল হাছান রাঙ্গুনিয়ার মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব করবেন। আসন্ন নির্বাচনে মোমবাতি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Leave a Reply