আজ ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আবাল্য ব্রহ্মচারী সোমনন্দ মহেথেরো’র জাতীয় অন্তোষ্ঠিক্রিয়া ২৫-২৬ ডিসেম্বর

Spread the love

আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ  ফতেনগর সার্বজনীন পূর্ব সুনীতি বিহারের অধ্যক্ষ চন্দনাইশ ভিক্ষু পরিষদের সহ-সভাপতি আবাল্য ব্রহ্মচারী সোমনন্দ মহেথেরো’র জাতিয় অন্তোষ্ঠিক্রিয়া আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ফতেনগর মহাবোধি চত্বরে চলছে শেষদিকের প্রস্তুতি।সাজসজ্জা থেকে শুরু করে বিশাল পেন্ডেলে প্রায় ১০ হাজার দর্শনার্থী নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

দুইদিনের এ আয়োজনে থাকছে স্মৃতিচারণ, ধর্মীয় সভা, অষ্টপ্রহরসহ সংঘদান, রথ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্ষীয়ান রাজনীতিবিদ এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর