আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স বাংলাদেশ জেলা-০৩’র ৪৫ তম কনভেনশন অনুষ্ঠিত

Spread the love

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশ জেলা-০৩ এর ৪৫ তম কনভেনশন ২০২৫ শাহ্ আমানত এপেক্স গতকাল শুক্রবার চট্টগ্রামের ফয়েজ লেক সী ওয়ার্ল্ড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স বাংলাদেশ জেলা -০৩ এর জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এপে. মোঃ আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু সিএমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এস এম হাসান আলী পিএইচডি, ড. এ এস এম শওকতুল ইসলাম শওকত পিএইচডি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এলজি & পিএনপি রিজোয়ান শাহিদী, পিএনপি রুহুল মঈন চৌধুরী, এনআইআরডি সুপঙ্কর বড়ুয়া, এনএডি এপে মোহাম্মদ আদনান হোসেন অনি,এনইডি মোহাম্মদ সুমন হোসেন তালুকদার, জেলা -০২ গভর্নর বশির আহমেদ সূফি মনি, আই পি এন এস ডি নুরুল আমিন চৌধুরী আরমান, পিএনএসডি প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, পিডিজি কামাল পাশা, মাসুদুর রহমান, আইপিডিজি প্রিন্সিপাল জিয়াউল হক জিয়া, কনভেনশন কমিটির কো চেয়ারম্যান পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপে.মোঃ আলমগীর আলম, কনভেনশন কমিটির ট্রেজারার মোঃ কায়সার উল আলম, জেলা-০৩ এডিটর মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, হাবিবুর রহমান, প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাতকানিয়া ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আবছার উদ্দিন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট তৈয়ব আলী, নোয়াপাড়া ক্লাবের সভাপতি রুবেল হোসেন নীল, চিটাগাং ক্লাবের সদ্য অতীত সভাপতি মহিউদ্দিন চৌধুরী জিকু,অতীত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহসিন , চিটাগাং সেন্ট্রালের অতীত সভাপতি আদনান জাফরান,মো:তুষার, সালাউদ্দিন লাভলু,উত্তম কুমার দাশ, রন্জিত বড়ুয়া,বান্দরবান ক্লাবের অতীত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, নিনী প্রু, শহীদুল ইসলাম,চকরিয়া ক্লাবের সভাপতি এপে হামিদুল ইসলাম মোরশেদ,সালাউদ্দিন,মহব্বত, সাইদুল ইসলাম, পটিয়া ক্লাবের জসীম উদ্দিন, এস এম আবু হেনা,শফিকুল আলম বশর,আবদুর রহিম,আবদুল্লাহ ফারুক রবি ইব্রাহিম তালুকদার প্রমুখ।

কনভেনশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশনাল এক্সিকিউটিভ
সেক্রেটারি ও পটিয়া ক্লাবের সদ্য অতীত সভাপতি মোঃ লিয়াকত আলী।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সেবা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

এপেক্স শুধু একটি সংগঠন নয়—এটি একটি আদর্শ, একটি মূল্যবোধ,এখানে মানবতার সেবাই সর্বোচ্চ অগ্রাধিকার।

শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এপেক্সের অবদান আমাদের সমাজকে আরও আলোকিত করছে।

ডিস্ট্রিক্ট–০৩ এর প্রতিটি ক্লাব যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, নেতৃত্ব সৃষ্টি করছে এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছে—তা নিঃসন্দেহে অনুকরণীয়।

এ কনভেনশন নতুন চিন্তা, নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে একটি শক্তিশালী মাইলফলক, আমি আশা করি, এপেক্সিয়ানরা আগামী দিনগুলোতেও সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের সামাজিক উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
সবশেষে, এই সফল কনভেনশন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

দিনব্যাপী অনুষ্ঠান পরবর্তী জেলা কনভেনশন অনুষ্ঠিত হয় এতে এপেক্স ক্লাব অব বার আউলীয়ার অতীত সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদকে জেলা গভর্নর ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর