আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

Spread the love

নিউজ ডেস্ক: জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ ২৮ নভেম্বর বাদ এশা বিবিরহাট সুন্নীয়া মাদরাসার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এই দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নামে, যা পুরো এলাকাকে এক আবেগঘন পরিবেশে পরিণত করে।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতির অনন্য প্রতীক, যিনি দেশকে ভালবাসে জেল খাটলেন কিন্তু দেশ ছেড়ে যাননি! তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে তিনি অন্যায়ভাবে হয়রানি ও শারীরিক অবহেলার শিকার হয়ে অসুস্থ, যা জাতীয় রাজনীতির প্রতি অবিচার। তাঁরা আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে তিনি এখনও দেশের গণতান্ত্রিক আন্দোলনের হৃদয়ে জায়গা করে আছেন।

দোয়া মাহফিলে বেগম জিয়ার আশু আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। এতে জাসাস পাঁচলাইশ থানা সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর