আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রক্তদাতা সংগঠন কতৃক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর এম ই এস কলেজে কণিকা একটি রক্তদাতা সংগঠন কতৃক সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে এই কার্যক্রম পরিচালিত হয়। দুপুর ১২ টায় এম ই এস কলেজের হলরুমে প্রায় ৭০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই সেমিনার পরিচালিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম সরোয়ার আলম, অধ্যক্ষ এম ই এস কলেজ। উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নবী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আরশাদ আবির।

উক্ত সেমিনারে সেশন স্পিকার হিসেবে ছিলেন কণিকা আজীবন সদস্য ও ডা. মো. সাজেদ হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে তিনি শিক্ষার্থীদের মাইগ্রেন ও ডিপ্রেশন বিষয়ে বিস্তারিত ধারণা দেন এবং এর মাধ্যমে রোগ নিয়ে শিক্ষার্থীদের ভুল ধারণা দূর হয়। শিক্ষার্থীরা তাদের নানা বিষয়ে সেশন স্পিকার এর কাছে প্রশ্ন করেন এবং সমাধান জেনে নেওয়ার চেষ্টা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কণিকার প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির কণিকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন শিক্ষার্থীদের।

এম ই এস কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় বলেন, এমন সচেতনতামূলক প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কণিকার কাছ থেকে এমন সেমিনার আশা রাখছি।

সেশন স্পিকার ও প্রধান অতিথি কে সম্মাননা স্মারক দেওয়া হয় কণিকা একটি রক্তদাতা সংগঠন এর পক্ষ থেকে। সেই সাথে এম ই এস ব্লাডব্যাংক কেও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়..এম ই এস ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইরফানুল হক রিয়াদ বলেন ভবিষ্যতে কণিকার সাথে তারা এমন প্রোগ্রাম করতে আগ্রহী।

সেই সাথে সেমিনারের পাশাপাশি কণিকার সদস্যদের দ্বারা পরিচালিত হয় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন…বিনামূল্যে ব্লাড গ্রুপ জেনে নেন শিক্ষার্থীরা।

পরিশেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এবং সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সভাপতি আফিফ ইকবাল। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কণিকা একটি রক্তদাতা সংগঠন এর প্রচার সম্পাদক অংকিতা চক্রবর্তী। কণিকার কার্যনির্বাহী কমিটির সদস্য ও নতুন সদস্যদের তৎপরতায় সুন্দরভাবে সেমিনারটি শেষ হয়।

এই সেমিনার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মানবিক কাজে উদ্বুদ্ধকরণ, সেবামূলক কাজের প্রসার সর্বোপরি নিজেদের শারীরিক অবস্থা নিয়ে সচেতন হতে এই সেমিনার কার্যকরী ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর