আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীরহাট শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের ৫৪তম শুভ জন্মোৎসব পালিত

Spread the love

নিউজ ডেস্ক: মহান আধ্যাত্মিক সাধক, সর্বত্যাগী সন্ন্যাসী, মহাযোগী আচার্যপাদ পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজ ও শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের আশীর্বাদপুষ্ট উত্তরসূরী শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমের পরম্পরা অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের ৫৪তম শুভ জন্মোৎসব ২০ ও ২১ নভেম্বর ২০২৫ যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট নেহালপুর শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়।

অনুষ্ঠান সূচির ২য় দিন মহতী ধর্মসভা বাসুদেব যোগাশ্রম’র অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ডক্টর পীযুষ দত্ত। উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি (চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও বান্দরবান জেলা) দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য্য, বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক তৃষা আচার্য্য, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ- চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, কোতোয়ালি থানা শাখার সুজন ভট্টাচার্য্য, রনজিতা দাশ, ছবি প্রভা দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ছাত্রী সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পূর্ণিমা রাধে প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য দেন শ্যামল কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপেন ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর