আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করছে সিআরএ

Spread the love

নিউজ ডেস্ক: “গণমাধ্যমকর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে চট্টগ্রামের সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র ৬ষ্ঠ বর্ষপূর্তি জমাকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রুবেল এর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে।

সিআরএ সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ’র উপদেষ্টা মাসুম বিল্লা ফারদিন, চট্টগ্রাম ৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এ কে এম ফজলুল হক।

অনুষ্ঠানের প্রারম্ভিক কালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী।

সিআরএ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন ও সেরফুন নাহার হ্যাপীর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন, গ্লোবাল টিভির চট্টগ্রামের ইনচার্জ রকিবুল আলম, বাংলাদেশ বুলেটিন এর চট্টগ্রামের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি রাজু আহমেদ, কোষাদক্ষ সাইফুদ্দিন রমিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক এম আর মিলন, জহির উদ্দিন বাবর, সাফায়েত মোরশেদ, ইরাফাতুর রহমান, আলাউদ্দিন খোকনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত অন্যান্য অতিথিরা কেক কেটে ও সিআরএ’র বিশেষ ম্যাগাজিন “স্মরণিকা” এর মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মধ্যদিয়ে বর্ষপূর্তির আয়োজন শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর