আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জনকের আত্মহত্যা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে রেজাউল করিম (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ২ সন্তানের জনক। পুলিশের ধারণা, পরিবারের সূত্র অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে যেকোন সময় তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব পাঠানদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রেজাউল করিম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সকলের অগোচরে নিজ ঘরে ফাঁস দেয় মানসিক ভারসাম্যহীন রেজাউল করিম (৪৫)। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেন এবং তাকে উদ্ধার করেন। পরবর্তীতে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের কারো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তের লাশটি পরিবারকে লাশ বুঝিয়ে দেয়া হয় বলে জানান ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই শরিফুল ইসলাম।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর