আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন জোট সম্মিলিত সংখ্যালঘু যুক্তফ্রন্টের পথচলা শুরু

Spread the love

নিউজ ডেস্ক: সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার অঙ্গীকারে পথচলা শুরু করল নতুন রাজনৈতিক জোট ‘বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু যুক্তফ্রন্ট’ (United Minority Alliance Front)।

জোটের মহাসচিব দীপক কুমার পালিত শুক্রবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ৫১ সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে সারাদেশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

এদিকে ৫১ সদস্যের আংশিক কমিটিতে রয়েছেন— মিঠুন চৌধুরী (চেয়ারপারসন), চন্দন সরকার (নির্বাহী চেয়ারপারসন), পলাশ কান্তি দে (সিনিয়র কো-চেয়ারম্যান), মনিন্দ্র চন্দ্র নাথ (সিনিয়র কো-চেয়ারম্যান), মিথুল দাশগুপ্ত (কো-চেয়ারম্যান), অ্যাড. প্রদীপ ভট্টাচার্য (কো-চেয়ারম্যান), অ্যাড. দিলীপ কুমার দাশ (কো-চেয়ারম্যান), দীপক কুমার পালিত (মহাসচিব), প্রসেনজিৎ হাওলাদার (যুগ্ম মহাসচিব), প্রফেসর শিপুল কুমার দে (যুগ্ম মহাসচিব), নারায়ণ কুমার দাশ (যুগ্ম মহাসচিব), মলাই ঘটক (যুগ্ম মহাসচিব), সন্তোষ দাশগুপ্ত (যুগ্ম মহাসচিব), সুব্রত মণ্ডল (যুগ্ম মহাসচিব), আয়ান শর্মা (যুগ্ম মহাসচিব) এবং লায়ন শঙ্কর সেনগুপ্ত (সাংগঠনিক সম্পাদক)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মিলন শর্মা, পূর্ণিমা রাণী শীল, জীবন মহারাজ, তন্ময় মল্লিক, সুরঞ্জন বর্মন, ডা. তরণী দেবনাথ, ডা. প্রদীপ বিশ্বাস, বলরাম কৃষ্ণ দাশ, আশিক ঘোষ, বিজয় কাব্য, সুরঞ্জন সরকার, উশেপ্রু মারমা, ডা. পার্থ, সন্তোষ শর্মা, রাজেন্দ্র কুমার রায়, বিপ্লব রায়, অ্যাড. ননী বর্মণ, সুশান্ত বর্মণ, বাদল কৃষ্ণ দাশ, সুজিত সরকার, সুজন ভট্টাচার্য, মনোজিৎ কুমার সরকার, খোকন কুমার দাশ, হরিশ চন্দ্র দাশ, সুমন হাওলাদার, জয়ন্ত আচার্য, রঞ্জিত কুমার দাশ, পরিমল শীল, লায়ন সন্তোষ কুমার নন্দী, লিটন মুশকরি, সাজেন কৃষ্ণ বল, আশিষ বাড়ৈ, তন্ময় মৌলিক, কনা চৌধুরী ও বিকাশ দাশ বিষু।

জোটের মহাসচিব দীপক কুমার পালিত বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতির সামনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। এই জোট গঠনের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর