
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নগর পাড়া এলাকায় ৪টি পরিবারের বসতঘরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করার নির্দেশ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম ও সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি শামসুল আলমের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে
সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রকাশ গাছ সিরাজ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, গণতান্ত্রিক সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া হোসেন ইমরান, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, এলডিপি নেতা মহিউদ্দিন, জাফর, আজিজ, আনু, মান্না, বাবুল, গফুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২বান টিন, ৬ হাজার নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেন চাউল বিতরণ করেন।
Leave a Reply