আজ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

বিশেষ প্রতিনিধি: জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৯ নভেম্বর (রবিবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।

দৈনিক সংবাদ সারাবেলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর সাধারণ সম্পাদক সালে নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহাজান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, এস.কে. খোদা তোতন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট লোকমান শাহ, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, সিজেকেএসের সাঁতার কমিটির সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইমরান এমি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। এতে আরো উপস্থিত উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, দৈনিক সংবাদ সারাবেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহেদুল ইসলাম শ্রাবণ, চট্টগ্রাম প্রতিনিধি মোঃ মাসুম, দক্ষিণ জেলা প্রতিনিধি মুহাম্মদ আরফাত হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ফাহিম শাহরিয়ার, চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আবু সুফিয়ান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সত্য তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করা সাংবাদিকতার মূল শক্তি।

সংবাদ সারাবেলা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতা করে আসছে। আমি এর সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি। এনামুল হক এনাম বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকার কারণেই জনগণ সত্য তথ্য জানতে পারে। সংবাদ সারাবেলা সেই দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল উদাহরণ। জাহিদুল করিম কচি বলেন, ডিজিটাল যুগেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমে যায়নি। সংবাদপত্র এখনও জনগণের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যভান্ডার। সংবাদ সারাবেলা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে- এটি একটি বড় অর্জন।” বিকেল তিনটা থেকে শুরু হওয়া প্রাণবন্ত এই অনুষ্ঠানটি আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা সাতটায় সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর