
নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে পরিসংখ্যান বিতর্ক ক্লাব (Statistics Debating Club, SDC-CU)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা। শনিবার (৮ নভেম্বর) পরিসংখ্যান বিতর্ক ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের মডারেটর পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া এবং সহযোগী অধ্যাপক সঞ্জীব কুমার ঘোষের উপস্থিতিতে ১৯ সদস্যবিশিষ্ট দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেরুন্নেসা জেরিন প্রেসিডেন্ট এবং ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ রিদোয়ান আহমেদ সিয়াম জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হল সংসদের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, পরিসংখ্যান প্রোগ্রামিং ক্লাবের প্রেসিডেন্ট ওমন দাশ, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি নোমান ইবনে মোসলেহ উদ্দিন, ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এর বিতার্কিক তুষার নাথ অন্তু, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অনলাইন এফেয়ার্স সেক্রেটারি ফাহিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেট ক্লাবের মিডিয়া সেক্রেটারি তানভিন কায়েস লিওন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
নবাগত বিতার্কিকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে নানা পরামর্শ প্রদান করেন। একই সাথে ক্লাবের সম্মানিত মডারেটর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও উপস্থিত শিক্ষার্থীরা। সভা পরিচালনায় ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অংকিতা চক্রবর্তী (৩য় বর্ষ), বীথি রায় (২য় বর্ষ) ও মোঃ রিদোয়ান আহমেদ সিয়াম (৩য় বর্ষ)।
Leave a Reply