
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার(২৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাদামতল থেকে রহিম কমিউনিটি সেন্টার পর্যন্ত বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন এলডিপি নেতা কবির সওদাগর, হাজী বাদশা কোম্পানি , কাশেম কোম্পানি, আবদুল্লাহ, এরশাদ, ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ সভাপতি আহামদুর রহমান বানু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি নেতা মাহমুদুর রহমান বাচা, মো: আবু সৈয়দ, মোঃ আলী, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, ফখরুল, নুরুল ইসলাম মিন্টু, সাইফু উদ্দিন, আবদুল মালেক, শামসুল আলম, নেজামত আলী, শাহ আলম, মফিজুর রহমান, শাহজাহান, মফিজ সওদাগর, মাহাবুবুল আলম প্রমুখসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply