আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে ইটের আঘাতে নারীর মৃত্যু

Spread the love

নিউজ ডেস্ক: বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে ইটের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম রিপু আক্তার (৩২)। সে বাঁশখালী পৌরসভার লস্কর পাড়ার নুর মোহাম্মদের স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে কাথরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেইল্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

নিহতের বোন পারভীন আক্তার জানান, আমার আপন ভাইদের সাথে চাচাতো ভাইদের সীমানা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় আগে একটি মামলা হয়েছিল। ওই মামলায় আমার প্রতিবেশি ভাই ফরিদ আহম্মদ, মো. শীহদরা জামিনে আসছে। এর মধ্যে গত এক মাস আগে আমার ভাই আব্দুল জলিল ও আব্দুল গফুর মধ্যপ্রাচ্যে চলে যান। গতকাল বুধবার আমার বোন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ সকালে জামিনে আসা আমার চাচাতো ভাইরা যখন আমার ভাইদের গলমন্দ করছিল, তখন আমার বোন প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা আমার বোনকে ইট দিয়ে আঘাত করে। দ্রুত তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভাইদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বোন বেড়াতে গেলে প্রতিপক্ষ লোকজন তাকে গালিগালাজ করে। এ নিয়ে তার হামলা করলেই তিনি আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর