আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

Spread the love

নিউজ ডেস্ক: ৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে। ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আয়োজন করে পিএসসি। লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর