আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আনসার ভিডিপির ১০ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১০ দিনব্যাপি গ্রামভিত্তিক ভিডিপি -টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ২য় ধাপে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যেন বাস্তব জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রশিক্ষক ল্যান্স নায়েক মোঃ দুলাল মিয়া, সিপাহি মোঃ তাহাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড দলনেতা আবুল কাশেম প্রমুখসহ জেলা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে অংশগ্রহণকারী ১০০ জনের মাঝে সনদপত্রও বিতরণ করা হয় । অনুষ্ঠান শেষে ৩ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গ্রামভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর