আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের পরকীয়ায় বাধা দিয়ে খুন হলেন ছেলে, নানীর মামলায় মা আসামি

Spread the love

নিউজ ডেস্ক: ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে নিহতের মা হামিদা বেগমকে। নিহত কাউসারের নানী ফরিদা বেগম বাদী হয়ে ভূজপুর থানায় নিজ মেয়েকে (হামিদা বেগম) নাতি হত্যার প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হামিদা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকার বাসিন্দা পেয়ারুল ইসলাম জানান, ঘটনার দিন ৫ অক্টোবর রাতে হামিদার ঘরে রাত যাপন করে অটোরিকশা চালক করিম। তখন কাউছার ঘরে থাকলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই মেয়েকে পার্শ্ববর্তী নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওই রাতেই কাউছারকে খুন করা হয়।

নিহত কাউসারের নানী ফরিদা বেগম বলেন, সে মা হয়ে ছেলেকে হত্যা করেছে, এমন জঘন্য কাজ পৃথিবীতে আর হতে পারে না। স্বামী প্রবাসে থাকার সুযোগে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। করিম নামের এক সিএনজি চালকের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমরা আগেও সন্দেহ করেছিলাম, কিন্তু মেয়ে বলে চুপ ছিলাম। এখন নিশ্চিত হয়েছি সেই করিমের সাথেই আমার মেয়ের অনৈতিক সম্পর্ক ছিল। ফরিদা বেগম আরও জানান, আমার নাতি রাজা’র মতো ছিল। সেই ছেলেকে তারা বৈদ্যুতিক শর্ট, ব্লেড দিয়ে খুচিয়ে, পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। পুলিশের সামনেই সে (হামিদা) সব স্বীকার করেছে।

ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন নিহতের পিতা কামাল ভুঁইয়া। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই সিএনজি চালক করিমের সঙ্গে আমার স্ত্রীর আচরণে অনেক আগেই সন্দেহ হয়েছিল। কিছু বললে বলতেন আত্মীয়। আমি ওর ওপর কঠোর হতে পারিনি, কারণ ছেলে সন্তানের মান-সম্মানের কথা ভেবে চুপ থেকেছি। কিন্তু শেষ পর্যন্ত সে আমার একমাত্র সন্তানকে হত্যা করল। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নিহতের নানী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। দোষীদের কেউই ছাড় পাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর