আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদরাসার উদ্যোগে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে এবং রাহাতিয়া নঈমীয়া বশরীয়া (আরএনবি) ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় “ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. ন. ক. ম. আকবর হোসেন এবং চাইল্ড সাইকোলজিস্ট মহিউদ্দিন জিলানী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবী। প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও আরএনবি ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। কর্মশালার প্রধান কো-অর্ডিনেটর ছিলেন অধ্যাপক গোফরানুল হক এবং সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক সৈয়দ রিদ্ওয়ানুল মোস্তফা নঈমী।

ওয়ার্কশপে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণার কৌশল, প্রযুক্তি ব্যবহার, পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর