আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে এসেও বিমানবন্দর থেকে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

Spread the love

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে তাকে আগারগাঁওয়ের জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। দুবাইয়ে তার একটি বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কর্মরত। এছাড়াও ওমানে তার একটি খাবারের হোটেলও রয়েছে।

নাজিম উদ্দিনের হঠাৎ এই অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর