আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ২ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাঙচুর

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিট ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দুদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ সংঘর্ষে একজন নিহত এবং ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

এদিকে রোববার সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টেলিভিশনের চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলা চালায় ১৫/২০ জন সন্ত্রাসী।

আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে। ক্যামেরা ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর