আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৮০ সালে খনন করা বরুমতি খাল পরিদর্শন ও স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া – বরকল সড়ক সংলগ্ন ব্রিজের পাশে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকখানা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে তাঁর ভূমিকা অপরিসীম । বরুমতি খাল খনন কর্মসূচি ছিল গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও এলাকাবাসী ভোগ করছেন।

উল্লেখ যে, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের খননকাজ শেষে তিনি যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেটি পুননির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা প্রদান করেন।

উদ্বোধন অনুষ্ঠান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল করিম, আরিফুর রহমান মারুফ সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর