আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠ পর্যায়ে পূজা মন্ডপ সমূহের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পূজা মণ্ডপে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

মনবিনিময় সভায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপনের আশ্বাস দেন।পরিশেষে সনাতন ধর্মালম্বী সবাইকে তিনি শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফজলে রাব্বি, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেন, চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়সহ সেনাবাহিনীর সদস্যরা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর