আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

Spread the love

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুজা মণ্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর গোয়ালতলি বাই লেইনে এ মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলমগীর আলী এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী মর্তুজা খান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রানা, যুগ্ম আহ্বায়ক মুছা আলম, এনামুল হক এনায়েত, মো: মহিউদ্দিন, ওসমান সারওয়ার সিন্টু, মো. সেলিম, সদস্য নজরুল বাবু, মো. হাসান, মো. জিয়াউল হক সোহেল, মো. ফায়সাল, শামসুল ইসলাম, খ ইউনিট বিএনপির সভাপতি আক্তার আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রেজাউল হক মনি প্রমুখ।

অনুষ্ঠানে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের ১২টি পুজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর