চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে মোজাম্মেল হক তালুকদার সভাপতি এবং মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোঃ সোলায়মান খোকন সহ-সভাপতি ও মোরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোসলেম মিয়া, অর্থ সম্পাদক পদে মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ আবু তালেব হিরু ও সহ প্রচার ও দপ্তর সম্পাদক পদে রাজীব দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১২৪ ভোটের মধ্যে ১২৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ কমরুদ্দিন, কাজী কুতুবউদ্দিন ও মোহাম্মদ সরওয়ার আহসান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন চন্দনাইশ থানার একদল পুলিশ।
Leave a Reply