আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক বিশ্বতানের পরিবেশনা “দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী”

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে পূজা, আলোচনা সভা, চন্ডী পাঠ, ধর্মীয় গীতিনাট্য, সংগীত, নৃত্যসহ নানা মাঙ্গলিক কর্মসূচি ২১ সেপ্টেম্বর (ররিবার) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল দত্তের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দরবান জেলার দায়িত্বরত ট্রাস্টি দীপক কুমার পালিত। স্বাগত বক্তব্য রাখেন লায়ন সন্তোষ নন্দী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি নিখিল দে, লেলিন পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল দে প্রমুখ।

আন্তর্জাতিক বিশ্বতানের বিশেষ আয়োজন ছিলো “দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী”।সংগীত পরিচালনা -নিভূ সেন,নৃত্য পরিচালনা -অনিক রায় চৌধুরী,পরিকল্পনা -অর্পনা রায় চৌধুরী,সংযোগ-প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা সহ আন্তর্জাতিক বিশ্বতান টীম।

আন্তর্জাতিক বিশ্বতান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর