আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় পূজা কমিটির নেতাদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময়

Spread the love

ইউ.ডি.উজ্জ্বল: সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাথে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টায় কাটগড় হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি সৈকত মহাজন সাজুর সভাপতিত্বে এবং ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মনজুর কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শ্রমিক নেতা আবু জাফর, গিয়াস উদ্দিন,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস, ৪০ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি এবং আহ্বায়ক মো. লোকমান, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন চৌধুরী, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, উৎপল নন্দি,শিবলু দেব,অন্তু মহাজন, কেশব শীল।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা হাজী মুজিবুল হক বলেন,পতেঙ্গায় উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে। যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর