নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে সংখ্যালঘু পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড হিন্দু পাড়া (দে পাড়া) মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র দে’র বাড়ীর প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় জয় দত্ত প্রকাশ সাইফুল ইসলাম সাদ পিতা-সুজন দত্ত একজন হিন্দু পরিবারের সন্তান। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণের নামে প্রতরণা করে তার নাম সাইফুল ইসলাম সাদ দেন। জয় দত্তের পিতার বাড়ী আনোয়ারা তার মায়ের বাড়ী দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডের দে পাড়ায়। সে সুবাদে এখানে নিয়মিত আসা যাওয়া করে। সে কিছুক্ষণ মসজিদে যায় আবার মন্দিরে পূজা করতে ভুল করে না। সম্প্রতি মাস খানেকের মধ্যে আমাদের পরিবারকে মোবাইল ফোনে এবং প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন এবং গত ০৭/০৯/২০২৫ইং ৩জন সম্ভু চন্দ্র দে, লক্ষণ চন্দ্র দে, শান্তু চন্দ্র দে এর নামে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে সি.আর মামলা নং-১১/২০২৪ইং (চন্দনাইশ থানা) আমরা ভুক্তভোগী পরিবার মামলা করেছি। আমাদের’কে আদালতে নিয়মিত হাজিরা দিতে দেয় না। কিশোর গ্যাং নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তার এই হুমকির ভয়ে আমরা এখন ভিতু, পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছি। যে কোনো দিন পরিকল্পিত ভাবে হামলার আশঙ্কা রয়েছে। আমরা সংবাদ সম্মেলন আয়োজনকারী- লক্ষণ চন্দ্র দে ও ভুক্তভোগী পরিবারের সকলেই আইন প্রয়োগ সংস্থাকারীর জরুরী হস্তক্ষেপ সহ আইনের আওতায় এনে জয় দত্ত ওরফে সাইফুল ইসলাম সাদ এর বিরুদ্ধে আইনগত বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ রইল। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- আশিষ চন্দ্র দে, শান্তু চন্দ্র দে, সম্ভু চন্দ্র দে, লক্ষণ চন্দ্র দে, টুন্টু চন্দ্র দে, ঋর্ণা রাণী দে, সুবল দে, স্বপন দে, বাদল দে, মিলন দে, সুবল দে, চাদু জলদাস, তন জলদাশ প্রমুখ। এ ব্যাপারে সাইফুল ইসলাম সাদের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন সংবাদ সম্মেলনের ব্যাপারে কিছুই জানেন না।
Leave a Reply