রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কারিগরী বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভক্তকরণ বিষয়ক সভা দাতা সংস্থা লিলিয়ানা ফন্টস ও বাংলাদেশের কান্ট্রি গ্রান্ড ম্যানেজার সেন্টার ফর ডিজিএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ‘এর কারিগরী সহায়তায় ও স্থানীয় উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর উইমেন ইমম্পাউয়ারমেন্ট এন্ড চাইল্ড রাইটস -এওয়াকের সহায়তায় বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের রাঙ্গুনিয়ার জিয়ানগরের এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার। দিনব্যপী এ কর্মশালায় বক্তব্য রাখেন এওয়াকের প্রধান নির্বাহি জনাব সফিউল আজম সিরাজী, বিভিন্ন প্রজেন্টেশন প্রদানের মাধ্যমে কর্মশালায় বক্তব্য দেন সিডিডির ম্যাপ ইন সিবিআর প্রগ্রামের -প্রোগ্রাম ম্যানেজার এ এসএম হাসনাইন আল ফাতমী ও ম্যাপ ইন সিবিআর প্রোগ্রাম এওয়াকের প্রকল্প সমন্বয়কারি একেএম. নিজামুল হক, সিবিআর ফ্যাসিলিটেটর মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবায়দুল হক, বেইস রাঙ্গুনিয়া গণ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সিরাজুল হক ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল ইনন্সট্রাকটর নাসির উদ্দিন প্রমুখ। সভায় একদল প্রতিবন্ধী যুবক ও যুবতি উপস্থিত ছিল যারা শিক্ষিত কিন্তু তাদের প্রতিবন্ধীতাকে পাশ কাটিয়ে যেন সমাজের আর দশটা মানুষের মত সমান সুযোগ পেয়ে জীবনযাপন করতে পারে।
Leave a Reply