চন্দনাইশ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণকারী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের কৃতিসন্তান মরহুম রবিউল আলম খানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো চন্দনাইশ সমিতি ইউ.এ.ই।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের মরহুম রবিউল আলম খানের বাড়িতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ সমিতি ইউ.এ.ই এর সভাপতি লায়ন আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার এর সার্বিক তত্বাবধানে চন্দনাইশ সমিতি ইউ.এ.ই এর সিনিয়র সহ-সভাপতি জালাল চৌধুরী এর সভাপতিত্বে চন্দনাইশ সমিতি ইউ.এ.ই এর ধর্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতি ইউ.এ.ই এর যুগ্ম আহবায়ক মোস্তফা চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাদা ও মরহুম রবিউল আলম খানের পরিবারের সদস্য।
Leave a Reply