আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা-সভাপতি এনাম, সম্পাদক মোবারক

Spread the love

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলোত্তর দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

তিনদিনের আলোচনা ও নানান ধারণা পাল্টে দিয়ে ২৬’ই আগস্ট,২৫ইং (মঙ্গলবার) রাতে পুনরায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন সাবেক আহ্বায়ক এবামুল হক।

গত ২৩ আগস্ট সম্মেলন স্থলে সাধারণ সম্পাদক পদে এম মোবারক আলীকে ঘোষনা করা হলেও সভাপতিসহ অন্যান্য পদ কারো নাম ঘোষনা করা হয়নি। অবশেষে নেতাকর্মীদের সকল কল্পনা-ঝল্পনার অবসান ঘটিয়ে ২৬ আগস্ট মঙ্গলবার সভাপতি হিসেবে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হকের নাম ঘোষনা করে কক্সবাজার জেলা বিএনপি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা করা হয়।

ইউসুপ বদরী জানান, গত ২৩’ই আগস্ট একটি ঐতিহাসিক সম্মেলন উপহার দেয় চকরিয়া উপজেলা বিএনপি।ঐ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।ছিলেন চট্টগ্রাম থেকে বিশেষ অতিথি হিসেবে ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, আবু সুফিয়ানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলনোত্তর ২য় অধিবেশনে কাউন্সিলে সভাপতি/সাধারণ সম্পাদকের প্রার্থীতা আহ্বান করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসময় আলহাজ্ব এনামুল হক, আলহাজ্ব মিজানুর রহমান খোকন মিয়া, আনসারুল ইসলাম বাবুল মিয়া, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মঞ্জুর ও আবুতালেব চৌধুরী ও পের লিখিত পত্রের মাধ্যমে জালাল সিকদারসহ ৭জন সভাপতি পদে প্রার্থী হন।

অন্যদিকে এম মোবারক আলী, সাইফুল ইসলাম ছাবু, ইব্রাহিম খলিল কাঁকন, সাংবাদিক এ এম ওমর আলী ও ডা: ফেরদৌস আহমদ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও মীর হেলাল দু’জনেই প্রথমে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নিয়ে সমঝোতার চেষ্টা করেন। ফলে অন্যান্য প্রার্থীরা এম মোবারক আলীকে সমর্থন করলে সাধারণ সম্পাদক হিসেবে এম মোবারক আলীর নাম ঘোষনা করেন সালাহউদ্দিন আহমদ স্বয়ং।

অন্যদিকে সভাপতি প্রার্থীরা একজন অপর জনকে ছাড় না দেওয়ায় ঝুলে থাকে সভাপতি নির্বাচন। অবশেষে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজারে হোটেল শৈবালে সকল সভাপতি প্রার্থী নিয়ে সমঝোতা বৈঠকে বসেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। জেলা বিএনপি সমঝোতা করতে সক্ষম না হওয়ায় সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপর। প্রার্থীরা সবাই তিনি যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেয়ার অঙ্গীকার নামা দেন। অবশেষে সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হককে সভাপতি ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর