আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

Spread the love

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার। অনেক বছর আগে মারা যায় স্বামী। স্বামীহারা এ নারী সন্তান নিয়ে সংসার চালাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অসহায়ত্বের খবর পেয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই নারীকে একটি সেলাই মেশিন দিয়েছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর ইছাখালী গ্রামে গিয়ে ওই অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

এসময় ফাউন্ডেশন থেকে সেলাই মেশিন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে উপকারভোগী আকলিমা। এ সেলাই মেশিন দিয়ে সংসার চালাতে সক্ষম হওয়ার আশাবাদী তিনি।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, স্বামীহারা এক নারীর অসহায়ত্বের খবর পেয়ে স্বাবলম্বী করার লক্ষ্য ফাউন্ডেশন থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। এটির মাধ্যমে কর্মসংস্থান করে সুন্দরভাবে সংসার চালাতে পারবে। ফাউন্ডেশন অসহায়দের পাশে সবসময় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর