জগলুল হুদা: ইতিহাস, রহস্য ও সংস্কৃতিকে একত্রিত করেছে ‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য” বইটি। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেখক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব-এর নতুন বই এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।
আলোচক ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, ছড়াকার ও শিশু সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া,কবি ও সাংবাদিক আল রাহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন,রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বইয়ের প্রচ্ছদ শিল্পী, ছড়াকার ও কথাসাহিত্যিক আকাশ আহমেদ, লেখক কথা সাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ , রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন লিডার মো. জাহেদুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, শহীদুল্লাহ কায়সার,সাইফুল্লাহ সরোয়ার, গা ছমছম রাজবাড়ি বইয়ের প্রকাশক রুনু আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক স্কাউটার এম মোরশেদ আলম ও বাচিক শিল্পী শিক্ষক সুবর্ণা বড়ুয়া।
যন্ত্রশিল্পী রানা বড়ুৃয়ার পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী ফুলকি বড়ুয়া এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা। আবৃত্তি করেন নাজাত হোসাইন মেহরিন ও আফতাবী হোসাইন মুসকান। গা ছমছম রাজবাড়ি বইটি প্রকাশ করেছে নোটন প্রকাশন। সাংবাদিক আকাশ আহমেদের প্রচ্ছদে প্রকাশিত এই গ্রন্থে রাঙ্গুনিয়ার ইতিহাস, রহস্যময় গুহা, রাজবাড়ি, লোককথা ও সংস্কৃতির ভিন্নমাত্রিক আখ্যান ফুটে উঠেছে।
Leave a Reply