চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে চন্দনাইশ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ন.ম ছালেহ উদ্দীন প্রমুখ।
মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply