নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া মোঃ মনচুর খাঁন এর মালিকানাধীন ইসফা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
১১ আগস্ট (সোমবার) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পাশে দক্ষিণ হাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্টানটি বিভিন্ন ইটভাটা হতে পরিত্যক্ত পলিথিনের লম্বা লম্বা রোল কালেকশন করে পরিষ্কারপূর্বক প্লাস্টিকের জিনিস তৈরীর বিভিন্ন কারখানায় বিক্রি করেন বলে জানা যায়। প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ প্রয়োজনীয় সরকারী অন্যান্য দপ্তরের লাইসেন্স গ্রহণপূর্বক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানার একদল পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
Leave a Reply