আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিসি ট্রাস্টের নতুন উদ্যোগ “ইকোনমি ওপিডি” বিভাগ শুভ উদ্বোধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষায় বিজিসি ট্রাস্ট এর নতুন উদ্যোগ “ইকোনমি ওপিডি” বিভাগ শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে “ইকোনমি ওপিডি” বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের পরিচালক ডাঃ এ. কে. এম. আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভাগটি উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অরুপ দত্ত।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ অরুপ দত্ত তিনি বলেন, জন-স্বার্থে ও এই অঞ্চলের রোগীদের চিকিৎসার স্বার্থে স্বল্পমূল্যে রোগী দেখার ব্যবস্থা করা একটি অনন্য উদ্যোগ। তিনি আরো বলেন, অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে মাত্র ১০০ টাকায় রোগী দেখার এই উদ্যোগ এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ডাঃ নিবেদিতা পাল, ডাঃ উজ্জ্বল কান্তি দাশ, ডাঃ হিমন বড়ুয়া, ডাঃ বোরহান উদ্দিন, মোঃ শাহিদ হোসেন খান, আজিজুল হক ভূইয়া, ডাঃ মোঃ মনির উল্লাহ, ডাঃ রত্নম দে, ডাঃ আরিফ-উজ-জামান, ডাঃ রিয়া বড়ুয়া, মো. শফিউল আজম পারভেজ, মোঃ আক্কাস মিয়া, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তাগন বলেন- বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল প্রথম থেকেই দক্ষিন চট্টগ্রামের স্বাস্থ্য পরিষেবায় সুনামের সাথে সাধারন মানুষের পাশে আছে। ইকোনমি ওপিডির এই উদ্যোগ প্রশংসার দাবীদার। বক্তাগন স্বল্পমূল্যে রোগী দেখার এই পরিষেবার সফলতা কামনা করেন ও বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের জরুরী বিভাগের পাশেই এই “ইকোনমি ওপিডি” বিভাগটি চালু হয়েছে, উক্ত বিভাগে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেডিসিন, সার্জারী, শিশুরোগ, গ্রাইনী ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকগন রোগী দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর